অনলাইন ভিজিট

আমি ডাঃ আলমগীর হোসেন (শিমুল), বর্তমানে এমডি রেসিডেন্ট হিসেবে শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি।

 

Dr. Alamgir Hossain Shemul
Dr. Alamgir Hossain Shemul

আমি ২০১৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করি। এরপর শিশু বিভাগে এফসিপিএস প্রথম পর্ব পাস করে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করি। বিসিএস এর মাধ্যমে ২ বছর গ্রামে চাকরিকাল পূর্ণ করে বর্তমান ডেপুটেশনে এই বিশ্ববিদ্যালয়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করছি।

বিএসএমএমইউ (সাবেক পিজি ) হাসপাতালে সেবা সম্পর্কিত যেকোনো বিষয়ে পরামর্শ করা যাবে ।

কিভাবে অনলাইন এ আমার পরামর্শ নিবেন?

Click for Online Consultation

online visit

Scroll to Top